কেশবপুরে ঈদে ফুফুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

0
338

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে ঈদে ফুফুর বাড়ি দাওয়াত খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জিনিয়া খাতুন (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ঈদের পরের দিন রোববার সকালে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের বাগদহা নামক এলাকায় ব্যাটারি চালিত ভ্যান খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিনিয়া খাতুন উপজেলার মজিদপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় ওই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ।
এলাকাবাসী জানায়, স্কুল ছাত্রী জিনিয়া খাতুন ঈদের পরের দিন তার দাদি রহিমা বেগমের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানে উপজেলার টিটাবাজিতপুর গ্রামে ফুফুর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের বাগদহা নামক এলাকায় পৌঁছালে সড়কের উপর দিয়ে পার হওয়া এক বৃদ্ধাকে রক্ষা করতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে জিনিয়া খাতুন মারা যায়। ওই দুর্ঘটনায় তার দাদি রহিমা বেগম ও ভ্যানচালক আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here