নিজস্ব প্রতিবেদক : নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ নামক সবুজ প্রেমী সংস্থা
শুক্রবার থেকে শুরু করেছে ২ মাস ব্যাপী বনায়ন
ক্যাম্পেইন। ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন
পরিষদে সাধারণ জনগণের মাঝে ১ হাজার ৪০০ ফলজ গাছ
( আম, কাঠাল, মাল্টা) উপহারের মাধ্যমে এ ক্যাম্পেইন
শুরু করেছে।
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব হতে আগামী
প্রজন্ম এবং জীববৈচিত্র রক্ষা করা নবচেতনার মূল লক্ষ।
গাছ উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনার
প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী, সমাজ কল্যান বিষয়ক
সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা সদস্য ফারহাদ
মুন্না এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী জানান,
নবচেতনা এবছর ৪ হাজার ফলজগাছ স্থায়ীকরনে কাজ
করছে। পাশাপাশি ২ হাজার ৫০০ তালের আটি পোতা সহ
বিষাক্ত গাছ পার্থেনিয়াম নিয়েও গণসচেতনতা করবে।
২০১০ সাল থেকে তরুনদের নিয়ে যশোর সহ দেশের
বিভিন্ন স্থানে সামাজিক বনায়ন কাজ করছে
নবচেতনা।















