বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

0
467

বেনাপেল থেকে এনামুল হকঃ বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্ত্রীর লাশের পাশে গাছের ডালে ঝুলছে স্বামী মনিরের লাশ। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপর গ্রামে। থানা পুলিশ আজ শনিবার ১৪ জুন সকালে লাশ দুটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসীর ধারনা অভাবের তাড়নায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি থেকে হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তাদের বক্তব্য স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শ ঝগড়া লেগেই থাকতো। গতকাল রাতে স্বামীর উপরে রাগ করে স্ত্রী বিষ পান করে আত্মহত্যা করতে পারে।
অন্যদিকে গ্রামের লোকজনের ধারণা রঘুনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বড় ছেলে মনিরুজ্জামান এর নির্যাতনে স্ত্রী রেহেনা খাতুন মারা গেছে। নিহত রেহানার মুখমন্ডলে কিল ঘুষির দাগ দেখা যাচ্ছে। স্ত্রীর মৃত্যুতে ভয় পেয়ে স্বামী মনির গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, মৃত্যুর প্রকৃত রহস্য জানা যায়নি, মৃত্যু রহস্য জানার জন্য লাশ ২টি ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here