বেনাপোল থেকে এনামুল হকঃঈদুল আযহার টানা ১০ দিন ছুটি শেষে আজ রবিবার ১৫ ই জুন থেকে পুনরায় শুরু হয়েছে দেশের প্রধান স্থল বন্দর বেনাপোলসহ অন্যান্য বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম।
দীর্ঘ দিন ছুটির পর আজ ১৫ জুন সকাল থেকে ভারত হতে পন্যবাহী ট্রাক কন্টেইনার বন্দরে আসতে শুরু করেছে।বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছিল অস্থিরতা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারনে পূর্ণ সরবরাহে য়ে ঘাটতি হয়েছিল তা দ্রুত পূরণের চেষ্টা চলছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আমিনুল হক আনু জানান, টানা ১০ দিনের ছুটির শেষে আজ সকাল থেকে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
ছুটির কারণে বন্দরে আটকে থাকা পন্য দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন,এই ধরনের দীর্ঘ দিন ছুটির কবলে পড়লে বেনাপোল সহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে যেসব পূন্য থেকে সরকার রাজস্ব আহরন করে থাকে, সেখানে ঘাটতি দেখা যায়। এতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ প্রথম কার্য দিবস হওয়ায় বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। আগামী ১/২ দিনের মধ্যেই আমদানি/ রপ্তানি পুরোদমে সচল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত পুণ্য খালাস পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং কাস্টমস কার্যক্রম আরো দ্রুত করার দাবি জানানো হয়েছে। যাতে ঈদের পরবর্তী বাজারে পুণ্য সরবরাহে কোন প্রকার সংকট সৃষ্টি না হয়।















