মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে এক মত বিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে মেহেরপুর সার্কিট হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেরপুর বিশ্ববিদ্যালযের ভাইস চ্যান্সেলর ড. শেখ বখতিয়ার উদ্দীন বলেন ইতোমধ্যে ৫ টি বিভাগের অনুমোদন চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। বিভাগগুলো অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য সকল প্রস্তুতি রয়েছে।















