অভয়নগরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

0
104

অভয়নগর প্রতিনিধি:-যশোরের অভয়নগরে নিখোঁজের একদিন পর নাদিয়া ইসলাম নামে ৪ বছরের এক শিশৃুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শিশুটিকে হত্যার পর ডোবায় লাশ ফেলে দেয়া হয়েছে।
নিহত নাদিয়া সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার রাজিব আলীর মেয়ে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, নাদিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিলো। আনুমানিক সকাল ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সারাদিন গ্রামের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ বিকে ৫টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরের ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, যে ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার সুযোগ নেই। ধারণা করছি হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ শুরু করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here