যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ফাস্টফুড দোকান ‘আড্ডা’কে ৫০ হাজার টাকা জরিমানা

0
129

যশোর অফিস : পচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে যশোর শহরের একটি ফাস্টফুড দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ জুন) দুপুরে ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কের সার্কিট হাউজের সামনে অবস্থিত ‘আড্ডা’ নামে ওই খাবার দোকানে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন) এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
অভিযানের সময় ‘আড্ডা’ ফাস্টফুড দোকানের রান্নাঘরে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। রান্নাঘরে সংরক্ষিত ছিল বিভিন্ন ধরনের পচা ও বাসি খাবার, যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরে ডাস্টবিনে ফেলা হয়। একইসাথে দোকানের সার্বিক পরিবেশও অস্বাস্থ্যকর ও ভোক্তা নিরাপত্তা পরিপন্থী বলে চিহ্নিত করা হয়।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘আড্ডা’ ফাস্টফুডের মালিক মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ছেলে নেছার চৌধুরীকে কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও যশোরে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এছাড়া ভোক্তাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, যদি কোথাও খাদ্য অনিয়ম, প্রতারণা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন দেখা যায়, তাহলে যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here