যশোরের বাস টার্মিলান সড়কে নিত্যদিনের জলাবদ্ধতা ও দুর্ঘটনা বটতলা কনকের দোকান সংলগ্ন স্থানে রাস্তায় দুই বছর ধরে চরম ভোগান্তি, দেখার কেউ নেই

0
306

যশোর : যশোর টার্মিনাল থেকে বটতলা হয়ে কোটের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ পাঁকা সড়কটি
দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন
বিশেষ করে ইজিবাইক, মাহেন্দ্রো, রিকশা, ট্রাক ও মোটরসাইকেল চলাচল করে। অথচ বটতলা
সংলগ্ন কনকের দোকানের সামনের প্রায় ২০০ ফুট সড়ক দুই বছরেরও বেশি সময় ধরে
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সাধারণ বৃষ্টিতেই সড়কটি ১ থেকে ২ ফুট পানিতে তলিয়ে যায়।
রাস্তার পাশের ড্রেনটি ময়লা ও আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা কার্যত বন্ধ।
ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। যানবাহন চলাচলে বিঘ্ন্ধসঢ়;ন ও সাধারণ মানুষের
দুর্ভোগ বেড়েই চলছে। স্থানীয় ইজিবাইক চালক জামাল হোসেন বলেন, ‘কয়েক বছর বছর ধরে
রাস্তার এই অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রতিদিন ইজিবাইক চালাতে হয়। বহুবার
অভিযোগ করেও কোনও প্রতিকার পাইনি। এই সড়কটি দিয়ে প্রতিদিন সরকারি গুরুত্বপূর্ণ
কর্মকর্তা, কোর্টের অর্ধশতাধিক আইনজীবী ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু সড়কটির
বেহাল দশা সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ এখনো গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাস্তার পিচ, খোয়া ও ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এর ফলে প্রতিদিনই ঘটছে
ছোট-বড় দুর্ঘটনা। অনেকে গুরুতর আহত হচ্ছেন, কেউ কেউ পঙ্গুত্ববরণও করেছেন। স্থানীয়দের
অভিযোগ, শহরে প্রবেশের জন্য এই রাস্তাটিই মূল পথ। বিকল্প ভালো রাস্তা না থাকায় চরম
ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সবাই। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানি
ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ জেলা প্রশাসক মহোদয়, পৌরসভা ও এলজিইডির
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাস্তা সংস্কারে অবিলম্বে
কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here