ভূমি মালিকদের না জানিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

0
368

যশোর প্রতিনিধি : যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই
জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের
বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের
প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে যশোর মেডিকেল পাড়া ভূমিরক্ষা
সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর
কলেজপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের
নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক
জমির মালিক উপস্থিত ছিলেন।
এসময় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন,
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ
সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ
কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে।
যশোর পাওয়ার হাইজে সঞ্চালন লাইনটি প্রবেশের
জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার
বিলের মধ্য দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের
বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার
প্রতিষ্ঠান। কিন্তু যেসব জমির উপর দিয়ে সঞ্চালন
লাইনটি যাবে তাদের মালিকদের কোন প্রকার
অবহিত করা ছাড়াই জোরপূর্বক কাজ করছে
ঠিকাদার প্রতিষ্ঠান।
তারা আরো বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের সঞ্চয়
ভেঙ্গে এর আশেপাশে জমি ক্রয় করেছেন।
বর্তমানে এসব জমির প্রতি শতকের মূল্য ৮
থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। উচ্চ ক্ষমতা সম্পন্ন
বিদ্যুতের এ সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে
লাইনের দুইপাশের শত শত মানুষের মূল্যবান
জমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ
অবস্থায় সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সকল
জমি বাজারমূল্যে অধিগ্রহণ ছাড়া নির্মাণ
কাজ বন্ধ করার আহবান জানান তারা। অন্যথায় যে
কোন মূল্যে নির্মাণ কাজ প্রতিরোধ করার
হুশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির
উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সদস্য সচিব
রফিকুল ইসলাম, সদস্য সাবেক কাউন্সিলর
অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল
মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া
প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here