সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যু

0
103

মনিরুজ্জামান জুলেট, উপকূলীয় প্রতিনিধিঃ সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের দহাকুলা মোড়ে এক দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র সুলতান আলী(৫৬)।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে আশাশুনি থেকে ভ্যানে একজন যাত্রী নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছিল চালক সুলতান। পথিমধ্যে সদরের দহাকুলা মোড়ে পৌছালে আশাশুনির দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যান চালক ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় পিকআপ টি তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিকআপটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here