মৃত্যুর ৭ দিন পর মালেশিয়া প্রবাসী রনির লাশ নিজ জন্মভূমিতে,পারবারিক কবরস্থানে দাফন

0
176

শহিদুল ইসলাম : মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছালো যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের ফরহাদ আহম্মেদ রনি(৩০) এর মরদেহ।
চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫ টার সময় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর ও ৩৫ হাজার টাকার একটি চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকাল ১০ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মৃত রনির গ্রামের বাড়ি বাগআঁচড়া বাগুড়ি বেলতলা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।
এ দিন জু্ম্মার নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রনি ওই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ সরদারের ছেলে। সে মৃত্যুর সময় পিতা মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
নিহতের পিতা জানান,তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালেশিয়ায় প্রবাস জীবন শুরু করেন তার একমাত্র ছেলে রনি। শুরু থেকে রনি কনস্ট্রাশনের কাজ করতেন।গত ৫ জুলাই শনিবার সকাল ১০ টার দিকে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। পরে তার এক সহকর্মী মোবাইল ফোনে তাকে মৃত্যুর খবরটি জানান।তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শার্শা উপজেলা বিএনপি প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,যুগ্ম সম্পাদক তাজ উদ্দীন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা,আজিজুর রহমান,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here