চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, হুইলচেয়ার বিতরণ ও নার্সিং কলেজ উদ্বোধন

0
132

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২শত ২ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং একটি বেসরকারি নার্সিং কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তা মোড়ে আনুষ্ঠানিকভাবে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি শেলি। এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এবং ওসি আনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে চৌগাছা সমিতি ঢাকা’র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব নাসিমুল গনি শেলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও ফারজানা ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মিজানুর রহমান, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিবের একান্ত সচিব রাহাত বিন কুতুব, সৈয়দপুরের ইউএনও নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
হুইলচেয়ার বিতরণ ও মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পর সিনিয়র সচিব নাসিমুল গনি শেলি চৌগাছার খাইরুন্নেছা নার্সিং কলেজের নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here