জুলাই যোদ্ধাদের অনৈক্যই গোপালগঞ্জে হামলার পরিবেশ সৃষ্টি করেছে- অধ্যাপক নার্গিস

0
95

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি। যশোর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় গোপালগঞ্জে আওয়ামী হামলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জজকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরস্ত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি। আমরা আগামীতে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকুন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here