যশোরে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

0
78

যশোর অফিস : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার (রাষ্ট্রীয় শোক দিবস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
এর আগে বাদ যোহর জেলার মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং সকালে কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন মহিলা দলের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here