যশোরে ভাইয়ের হাতে বোন খুন:১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করল পিবিআই

0
291

যশোর প্রতিনিধি: টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যশোরে শারমিন বেগম (২৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তারই ভাই। এ ঘটনায় মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ খোকন মোল্লা ও তার স্ত্রী মোছাঃ ছালমা বেগমকে গ্রেফতার করেছে পিবিআই, যশোর।
২৩ জুলাই সকালে যশোর কোতয়ালী উপজেলার সুজলপুর এলাকায় শারমিনের সঙ্গে ভাবি ছালমার টাকা সংক্রান্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন মোল্লা হাসুয়া কাচি নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের স্বজনরা কোতয়ালী মডেল থানায় ২৪ জুলাই একটি হত্যা মামলা (নং-৭২, ধারা ৩০২/৩৪) দায়ের করে। পরে মামলাটি পিবিআই স্বউদ্যোগে তদন্তে নেয়।
পিবিআই যশোর জেলা ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে পিবিআই চৌকস দল খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া এলাকা থেকে খোকন মোল্লাকে এবং যশোর শহরের রাজারহাট এলাকা থেকে ছালমা বেগমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।
আটকদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here