আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে হাতেনাতে ধরা পড়লেন বিএনপি নেতা হারুন

0
144

রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারীগাতী গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় বিএনপি নেতা হারুন-অর-রশিদ খান। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও হাস্যরসে সৃষ্টি হয় গ্রামজুড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক ও শাখারীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হারুন ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একই গ্রামের উত্তরপাড়ার প্রবাসী আব্দুর রশিদের স্ত্রীর শয়নকক্ষে প্রবেশ করে। সন্দেহ হলে স্থানীয়রা ঘর ঘিরে ফেলেন এবং কিছুক্ষণের মধ্যেই আপত্তিকর অবস্থায় হাতেনাতে তাকে ধৃত করেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হারুন-অর-রশিদকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। রাতেই তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে ফাঁড়ি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here