নিজস্ব প্রতিবেদক : যশোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে ১
সেপ্টেম্বর । এই ক্যাম্পেইনে মাধ্যমে ৭ লাখ ৭৬ হাজার
১৩১ ছেলে,মেয়েকে দেয়া হবে টাইফয়েড কনজুগেট
ভ্যাকসিন।
এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সোমবার সকালে সিভিল
সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জেলা
এ্যাডভোকেসী সভায় এ তথ্য জানান হয়।
এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য
রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর
পৌর প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, ইমাম পরিষদের
সেক্রটারী বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার-খ সার্কেল রাজিবুল ইসলাম,
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম
শাওন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক
দিলদার হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল
হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল
আলম প্রমুখ।
সভায় জানানো হয় ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ৯ম
শ্রেণি অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা
প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশুকে এ টিকা দেয়া
হবে।পূর্বে এইচপিভি টিকায় নিবন্ধন করা থাকলে
নতুন করে রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করে টাইফয়েড
টিকার জন্য প্রোগ্রামে নিবন্ধন করা যাবে।















