গাংনীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

0
144

মেহেরপুর প্রতিনিধি : শৃংখলা বিঘ্নকারী অপরাধে গাংনীতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরের গাংনী থানা পুলিশ বৃহষ্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে মেহেরপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- তেতুলবাড়িয়া গ্রামের মৃতঃ নজির হোসেনের ছেলে মোঃ টিপু মিয়া (৪৮), বাহাগুন্দা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে মোঃ আলীহিম (৫৫), হেমায়েতপুর গ্রামের গঞ্জের আলী বিশ্বাসের ছেলে মোঃ হুমায়ন কবীর(৩২, চক কল্যানপুর গ্রামের জৌলুস আলীর ছেলে মোঃ শরীফুল (৪৫), লক্ষীনারায়নপুর গ্রামের মৃতঃ আব্দুর রহমানের ছেলে মোঃ এনামুল হক(২৮)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। যার নং-১৭, তাং-১৫/০৪/২৫, ধারাঃ- ২ এর(অ), এর১(আ) এর ই, ঈ,উ, ও ৪/৫/৭ আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০২ (সংশোধনী/২০২৪)। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here