নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা বারোইপাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত সাড়ে চৌদ্দ কিলোমিটার রাস্তা সংস্কার কাজে আবারও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযত কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাযোসে শিডিউল মোতাবেক কাজ হচ্ছেনা। এ কাজের অনিয়ম নিয়ে জাতীয় পত্র-পত্রিকায় লেখা লেখী হলেও কর্তৃপক্ষ আমলে না নিয়ে নিম্ন মানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল অতিদ্রুত সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রকৌশলী কালিয়ার দফতর থেকে জানা যায়,ওই সড়কের দুই পাশে ৩/৩ ফুট প্রশস্ত করণের কাজ চলছে। ওখানে আবারও নিয়মের তোয়াক্কা না করে পাইপ লাইনে বলগের সাহায্যে বালু দেওয়া হচ্ছে এবং নীচে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে অধিক বালু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরবর্তী ধাপে ৫০/৫০ ভাগ খোয়া ও বালুর মিশ্রণ দেওয়ার কথা অথচ দেওয়া হচ্ছে অনুমান ৭০% বালু এবং ৩০ % ইটের খোয়া। সচেতন মহলের ধারণা এলজিইডি অফিস সঠিক তদারকির অভাবে ২২ কোটি ৯১ লক্ষ টাকার এ কাজে আবারও চলছে ব্যাপক অনিয়ম।
অনিয়মের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজের সাইট ম্যানেজার ইমরুলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলে অনিয়ম হচ্ছে কি না জানি না। কারণ সাইডে কিছু দিন যায় না।
এ বিষয়ে কালিয়া উপজেলা নবাগত প্রকৌশলী (এলজিইডি) কে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন তোলেনি। নড়াইল জেলা প্রকৌশলী (এলজিইডি) বিশ্বজিৎ কুন্ড বলেন, আগে যে অনিয়ম করেছিল সেটা পুনরায় সঠিক করা হয়েছে এবং আবারও যদি অনিয়ম করে থাকে পরীক্ষায় ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।















