স্টাফ রিপোর্টার ॥ উৎসব মূখর পরিবেশে যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ কার্যক্রম চলছে। রোববার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম পরিদর্শন করেন।
ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলের সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শফিয়ার রহমান মডেল একাডেমি মাঠে, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে পাঁব বাড়িয়া বালিকা বিদ্যালয় মাঠে, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ইছালী ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, কাশিমপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, উপশহর ইউনিয়নের বি ব্লক বাজারে অনুষ্ঠিত দলের সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন।
এদিকে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে অনুষ্ঠিত দলের সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ কার্যক্রম কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি রামনগর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ফতেপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বালিয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দলের সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ কার্যক্রম কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।















