জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অসুষ্ঠিত হাসপাতালে কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীর সংখ্যা বাড়ছে, সংকট দেখা দিয়েছে ভ্যাকসিনের

0
184

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, অনেক উপজেলার চাষী জমিতে জলাবদ্ধতার কারনে চাষাবাদ ব্যাহত হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন করে এসব জমি চাষাবাদের উপযোগী করে তুলতে হবে। তাহলে ফসলের উৎপাদন বাড়বে। হাসপাতালে সাপ, কুকুর ও বিড়ালে কামড়ালে যাতে রোগীরা চিকিৎসা নিতে পারে, এজন্য ভাকসিন রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার ব্যানার্জী বলেন, ভবদহ এলাকায় ৮টি গেট দিয়ে পানি নামানো হচ্ছে। কেশবপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। হরিহর নদীর খনন বাড়ানো হবে। মুত্তেশ^রী খালে সিএস ম্যাপ অনুযায়ী স্কেভলেটার দিয়ে খনন করা হবে। ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন প্রতিদিনই কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীর চাহিদা বাড়ছে। ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান বলেন ঝিকরগাছা, চৌগাছা, বেনাপোলসহ বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের ৮০ শতাংশ জমি বেদখলে। ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় দৃষ্টি নন্দিত ডাক বাংলো নির্মান করা হবে। নাভারণ ও কেশবপুরে দুটি মার্কেট নির্মানের জন্য অনুমোদনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যশোর শহরের জাবির হোটেলে সামনে ৮০ শতাংশ জায়গায় বড় মার্কেট নির্মানের জন্য ২শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন,পৌর এলাকায় মশক নির্ধন কার্যক্রম চলমান রয়েছে। কোন এলাকায় যদি মশার উপদ্রোব বৃদ্ধির খবর জানালে ব্যবস্থা নেয়া হবে। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন বাঘারপাড়া বাদে বাকি সাত উপজেলায় সাপে কামড়ানোর রোগীর এন্টিভ্যান ভাকসিন আছে। এ পর্যন্ত ৩১৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বর্ষাকালে ডেঙ্গু বাড়ে। এজন্য সবাই সচেতন হতে হবে। এসময় আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here