শার্শার মালশাকুড় বিলে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

0
219

রবিউল ইসলাম বেনাপোল যশোর: যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে খাইরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে প্রথম পর্যায়ে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শরীরে শুধু একটি টি-শার্ট পরিহিত ছিল।
পরবর্তীতে পুলিশ তদন্ত করে তার পরিচয় জানান, নিহত খাইরুল ইসলাম(৩৫), বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের পিতা নূর মোহাম্মদ এর পুত্র।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে ব্যাক্কির মৃত্যু হয়ে থাকতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সহ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত ব্যাপক চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here