স্টাফ রিপোর্টার৷। যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণমিছিল করেছে যশোর জেলা ছাত্রদল।
শুক্রবার শহরের চার খাম্বা মোড় থেকে গণমিছিল শুরু হয়ে চৌরাস্তা মোড়, এম কে রোড, চিত্রা মোড়, এম এম আলী রোড প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, যশোর ৩ সদর আসন সহ যশোরের ৬ টি আসনের সীমানা পরিবর্তনের অপচেষ্টা নির্বাচন পেছানো এবং বিএনপির বিরুদ্ধে একটি চক্রান্ত। সীমানা ওলট পালট করা কোন কিছুই করতে দেওয়া হবে না। জনগন কে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
Home
যশোর স্পেশাল যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয়...















