পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশ্ববর্তী দেশে পালিয়ে থেকে সেই দেশের সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক অফিস খুলেছে – অধ্যাপক নার্গিস বেগম

0
312

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশ্ববর্তী দেশে পালিয়ে থেকে সেই দেশের সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক অফিস খুলেছে। সেই দেশের সাথে আমরা অবশ্যই বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক চাই। কিন্তু সেটি সম মর্যাদার ভিত্তিতে, দাদা এবং ছোট ভাইয়ের সম্পর্কে নয়। রাষ্ট্রের বাইরে আমাদের কোন বন্ধু নেই। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি, এই দেশ অন্য কোন দেশের অঙ্গরাজ্য নয়। আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক আমাদের পতাকা আছে। সুতরাং আমরা কারও কাছে মাথা নত করবো না। দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব নিরাপদ এবং দেশকে সকলের জন্য নিরাপদ আবাস ভুমি হিসেবে গড়ে তুলতে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
শুক্রবার যশোর নগর মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আর এন রোড নতুন বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমরা ভোটের মাধ্যমে যে পরিবর্তন চেয়েছি, সেটি যখন নিশ্চিত হতে যাচ্ছে। তখন পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরৎ আসার চক্রান্ত হচ্ছে। জনগণের লোপাট করা অঢেল টাকায় বিদেশী পালিয়ে থেকে বিলাসী জীবন-যাপনের করে ফ্যাসিস্ট এবং তার দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যে ভাবে ৭১ এর কৃতিত্ব এক ভাবে দাবি করেছিল, তেমনি কিছু কিছু মানুষ দাবি করছে তাদের একক আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। অনেকে নির্বাচন অনিশ্চিত করার জন্য পায়তারা করছে। সংস্কার না বিচার আগে ইত্যাদী নানান কথা উঠছে। নানা বিধ গোলমালে পলাতক স্বৈরাচ্চার ফেরৎ আসার পায়তারা চলছে। দেশের মধ্যে তাদের অনেক চর থেকে গেছে। এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা বুঝে ছিল এই পথে গেলে মানুষ তাকে বিনা ভোটে প্রত্যাখ্যান করবে। সেই ভোট ডাকাতি করে বারংবার ক্ষমতা দখল করেছে। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।
সমাবেশে বক্তব্য সভাপতিত্ব করেন নারী নেত্রী সহযোগী অধ্যাপক আম্বিয়া রহমান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর বিএনপির ৮ ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here