জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক
শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে পাশের
ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা
ঘটে। শামীম (৩৮) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের শেখ
আব্দুল গফ্ধসঢ়;ফার মাষ্টারের ছেলে। সে দীর্ঘ বছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের
সাথে স্ত্রী সহ বসবাস করতো।
নিহত শামীমের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ২/৩জন
যুবক তাদের বাড়িতে আসে। এসময় তারা শামীমকে বাড়ির নির্মানাধিন ৩য়
তলায় ডেকে নিয়ে যে কোনও এক সময়ে জবাই করে লাশ রেখে পালিয়ে যায়।
সেসময়ে শামীমের স্ত্রী ও মা দ্বিতীয় তলায় ছিল। গভীর রাতে স্বামীকে না পেয়ে ৩য়
তলায় খুজতে গেলে জবাই করা মৃত দেহ দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা ও
এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটালো সেবিষয়ে
তিনি কিছু বলতে পারেনি।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ডুুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখে।
এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বলেন, নিহত শামীম তার মায়ের সাথে
১০ বছর ধরে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় বসবাস করতো। তার হত্যার
বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করবে।















