কাগজ সংবাদ : যশোর জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা
প্রশাসনের উদ্যোগে জেলা নদী রক্ষা কমিটির সভা
অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা
প্রশাসক আজাহারুল ইসলাম বলেন অপরিকল্পিত ঘেরের
কারনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেই বিষয় সমাধান
করতে হবে। জলাবদ্ধতার কারনে মানুষের কষ্ট বাড়ছে। এটা
নিরসনে সকলকে কাজ করতে হবে।জলাবদ্ধতা নিরসনে
দীর্ঘ মেয়াদি খাল খনন করতে হবে। নদনদী দূষন মুক্ত
কচুড়ীপনা পরিস্কার করে মানুষকে নদীতে নামাতে হবে।
জেলার সবনদনদী দখল মুক্ত মুক্ত করতে সকলকে কাজ করার
আহবান জানান। সেই সাথে বেদখল হয়ে যাওয়া
বিভিন্ন নদনদীর জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ
সংশিষ্ট কর্তৃপক্ষ না করাই ক্ষোভ প্রকাশ করেন
তিনি।এসময় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের
উপবিভাগীয় প্রকৌশলী রাইসুল ইসলাম, পরিবেশ
অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক,সরকারি আইনজীবী
অ্যাডভোকেট মোহাইমেনুল হক ,মনিরামপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না , অভয়নগর
উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।















