কাগজ সংবাদ : ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্ঠা বরাবর যশোর জেলা
প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী
সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সোমবার সকালে যশোর
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নিকট
স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম
পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবি হলো ১০ম
গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ
বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছরে
মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িং সহ
সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী
প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি
৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের
কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল
পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট,
টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী
বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং
কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা
কার্যক্রমকে উদ্বুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও
ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে
প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ
করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট
অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল
কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের
মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে
নির্দেশনা প্রদানের অনুরোধ করা হয়। স্মারকলিপি
প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম
পরিষদের আহবায়ক প্রকৌশলী রুহুল আমিন, সদস্য
সচিব সিরাজুল ইসলাম।আইইডি যশোর জেলা
শাখার সভাপতি আব্দুস সাত্তার,সহসভাপতি শহিদুল
হক বাদল,সাধারণ সম্পাদক রূহুল
আমিন,যুগ্মসম্পাদক সৈয়দ আব্দুল মতিন,সদস্য
সাইদুল ইসলাম,সদস্য নার্গিস আক্তার প্রমুখ।















