যশোরের রূপদিয়ায় বেড়েছে চুরি ঘটনা; প্রতিদিনই উধাও হচ্ছে ভ্যান–রিকশা, ইজিবাইক ও নসিমন।

0
72

রাসেল মাহমুদ, যশোর : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে প্রতিনিয়ত বেড়েই চলেছে চুরির ঘটনা। প্রতিদিনই কোথাও না কোথাও চুরি হচ্ছে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যান, রিকশা, ইজিবাইক, নসিমন, পানির পাম্পসহ মূল্যবান জিনিসপত্র। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।ভুক্তভোগীদের অভিযোগ, রাতের আঁধারে চোরের দল সহজেই এসব যানবাহন ও মালামাল নিয়ে যাচ্ছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল না থাকায় চোরচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় বাসিন্দারা জানান,“আমরা চোরের ভয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।”তবে এসব চুরির বেশিরভাগই এখনো অধরা থেকে যাচ্ছে। শুধু সিঁচকে চুরি নয়, সম্প্রতি ডাকাতির ঘটনাও ঘটেছে এলাকায়। সপ্তাহের ব্যবধানে কচুয়ার দেয়াপাড়ায় পল্লু সাহার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় দুর্বৃত্তরা। এছাড়া রূপদিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মাসুদ পারভেজ ও সংবাদকর্মী মওদুদ আহম্মেদের ফার্ম থেকে চুরি হয় সাব-মার্সিবল পাম্প। গত বৃহঃস্পতিবার রাতে নরেন্দ্রপুর থেকে একসাথে দুটি নসিমনও উধাও হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, চুরি-ডাকাতি বেড়ে চললেও পুলিশের তৎপরতা তেমন চোখে পড়ছে না। সচেতন মহল দ্রুত চোরচক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here