স্টাফ রিপোর্টারঃ যশোর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর সদর উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ ৫ কেজি , ডিএপি সার ১০কেজি এমওপি সার ৫ কেজি প্রদান করা হয়। উপজেলার ৬০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
সহকারি কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন এর সভাপতিত্ব এসময় আরো উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা।
যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার
হুমায়ুন কবিরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন, প্রশিক্ষণ অফিসার আবু তালহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমুখ।#















