অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মোবাইল গেম খেলার সময় দুর্বৃত্তদের গুলিতে শামীম শেখ (২২)
নামে এক যুবক আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া
গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
আহত শামীম শেখ শুভরাড়া গ্রামের বাবুবাজার এলাকার ওহিদুল শেখের ছেলে। গুলির
ঘটনার প্রায় ১০ মিনিট পর পাশের গ্রামে মিজান গাজীর বাড়ির দেয়ালে দুটি
ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শামীম তার সহযোগী আরমান
আকুঞ্জি, আল আমীন ও নাইম শেখসহ চারজন মিলে আশফাক উদ্দিন সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল গেম খেলছিলেন। রাত সাড়ে ৯টার
দিকে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে শামীমের কপালের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়।
সন্ধ্যায় শামীমের সঙ্গে সন্ত্রাসী মিজানুর রহমান আকুঞ্জির বাকবিতণ্ডা হয়। ওই
ঘটনার জের ধরেই মিজানুর রহমান ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে। গুলির শব্দ
ও শামীমের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে
উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর
কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠান।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,
‘ঘটনাটি সুনামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে দুটি
শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের
চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’















