চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

0
143

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় পানিতে
ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার
দুপুরে বাড়ির পাশেই পুকুরের পানিতে সে ডুবে মারা যায়। নিহত
শিশু আবু বক্কর উপজেলার জগন্নাথপুর গ্রামের শামীম রেজার ছেলে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু আবু বক্কর
বাড়ির আঙিনায় একাকি খেলা করছিল। মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত
আর বাবা কৃষি কাজ করার সুবদে ছিলেন মাঠে। এ সময় শিশুটি খেলার
একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশেই সড়কের ধারে পুকুর পাড়ে চলে আসে
এবং পােিনত পড়ে ডুবে যায়। কিছু সময় পর মা শিশুর খোঁজ করে না
পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকেন এবং আবু বক্কর বলে চিৎকার
করে ডাকতে থাকেন। কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে এসে দেখতে
পাই বুকের ধন কলিজার টুকরা সন্তান পুকুরের পানিতে ভাসছে। এসময়
মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে দ্রুত উদ্ধার করে
চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর দাদা মধু মিয়া বলেন, সকলের অজান্তেই পুকুরের পানিতে
ডুবে তার মৃত্যু হয়েছে। সন্তান হারা মা বাবা এখন পাগল প্রায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here