বাগেরহাটে জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

0
89

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল শেখ (৪৪)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৩৫ বছর ধরে ভোগ দখল করে আসা তার পৈত্রিক ও রেলের সম্পত্তি স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে দখল করা হয়েছে।
আবুল শেখ জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার জমি দখল হয়ে যায়। তবে সরকার পরিবর্তনের পর তিনি জমি ফেরত পান। সম্প্রতি জমিতে কাজ শুরু করতে চাইলে স্থানীয় প্রভাবশালীরা তাকে হুমকি দিতে থাকে।
এ ঘটনায় তিনি গত ২৭ আগস্ট ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে আব্দুল মান্নান শেখ (পিতা হাবিবুর রহমান) ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ নেত্রী নূর জাহান বেগম (ভানু) এবং তার স্বামীকে।
সংবাদ সম্মেলনে আবুল শেখ অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আব্দুল মান্নান, নূর জাহান ভানু, বাবু, শাহিদুল, রেজা, রফিকসহ ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় নারী সদস্য, বাকপ্রতিবন্ধী ও গর্ভবতী নারীও মারধরের শিকার হন।
তিনি আরও জানান, হামলার পর দখলকৃত জমিতে এখন ঘর নির্মাণ করছে আসামিরা। এতে তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভোগদখলীয় জমি ফেরত দেওয়া এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here