অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ নারী -পুরুষ আটক

0
158

শহিদুল ইসলাম : পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় শার্শার সীমান্ত থেকে ৫ জন নারী পুরুষ কে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
মঙ্গলবার রাত ১০ টার দিকে সীমান্তের কায়বা এলাকার ১৭/৭ এস এর ২২ আর পিলার এর নিকট হতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, সাতক্ষীরা জেলার নলতা এলাকার মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগন্জ এলাকার এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সীগন্জ জেলার শ্রীনগর এলাকার জালাল মোল্লার ছেলে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকা জেলার মিরপুর এলাকার হুমায়ন তারুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) ও বেনাপোল পোর্ট থানা এলাকার তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,
তিনি জানান গোপন সংবাদ এর ভিত্তিতে জানা যায় যে, কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি‘র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুর (জিআর-৯১৫৩৪৮ এমএস ৭৯ বি/১৩) নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ এবং ৩ জন মহিলাসহ সর্বমোট ৫ জন বাংলাদেশী নাগরিকদের আটক করে।
আটককৃতদের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান যে, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত বুজানো হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here