কোটচাঁদপুরে চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার, চোর আটক

0
81

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধিঃ গত ২৭ জুন শুক্রবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডে
মালিকের সামনে থেকে মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় চোর, দেখার পরও ওই চোরকে রুখতে পারেননি মালিক কামরুজ্জামান লিটন। মালিক লিটন তার ব্যবহৃত মটর সাইকেলটি চাবিসহ রেখে দোকানের শাটার আটকানোর সময় তার সামনে থেকেই মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোর। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় জিডি করেন মটর সাইকেল মালিক লিটন। মটর সাইকেলটি উর্দ্ধার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতব্বর জানান জিডির সুত্র ধরে তদন্তে নামে কোটচাঁদপুর থানা পুলিশ। গত ১১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এস আই মনিরের নেতৃত্বে কোটচাঁদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার মঙ্গলপোতা বাজার থেকে মটর সাইকেলসহ রিদয় হোসেন (২৫) নামে ওই চোর কে আটক করা হয় । তিনি কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের ছামাদ হোসেনের ছেলে। এ ঘটনায় কোটচাঁদপুর থানার মামলা নং-০৫/৬৯ তারিখ ১২-০৯-২৫ মোতাবেক তাকে মটরসাইকেলসহ আদালতে প্রেরণ করা হয়েছে। মটর সাইকেল উর্দ্ধারের ঘটনায় ভুক্তভোগি লিটন কোটচাঁদপুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে উক্ত চোরের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here