চৌগাছার বলুহ মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগে তৃতীয় লিঙ্গের ৪ ব্যক্তির কারাদণ্ড

0
161

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চার সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দিকে এ অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।
অভিযুক্ত চারজনকে মেলার উন্মুক্ত স্থানে অশ্লীল নৃত্য করার দায়ে প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হাজিপুর মুনদিয়া গ্রামের আবদার বিশ্বাসের সন্তান লিমন হোসেন (১৯), একই এলাকার আদিল উদ্দীনের সন্তান শামীম হোসেন (২০), কালিগঞ্জের আগমুন্দিয়া গ্রামের আরিফ হোসেনের সন্তান রিফাত (১৮) এবং একই থানার কাশিপুর গ্রামের মোখলেস আলীর সন্তান সম্রাট হোসেন (২১)।
অভিযানকালে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এদিকে গত শনিবার রাতে মেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ওইদিন মাদক ও জুয়ার আসর থেকে ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে মোট পাঁচজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক এসিল্যান্ড তাসমিন জাহান তাদের সকলকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।
ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়ে এসিল্যান্ড তাসমিন জাহান ও থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। তবে মেলার এসব অশ্লীল কার্যক্রম পরিচালনায় কমিটির সভাপতি মিজানুর রহমান ও সেক্রেটারি বাবলুর রহমান পরোক্ষভাবে মদদ দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন একাধিক ব্যক্তি। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here