ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ার গ্রাম্য সড়কে ট্রাক চাপায় মোস্তফা গাজী (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর-চুকনগর সড়কের শাহাপুর এলাকায় দ্রুতগতি সম্পন্ন ট্রাক চাপায় মাদ্রাসা তিনি নিহত হয়। সে ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের আল আমীন গাজীর ছেলে।
ডুমুরিয়ার রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শাহাজান জানান, মধুগ্রাম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোস্তফা গাজী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধুগ্রাম কলেজ গেটের সামনে দিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে একটি দ্রুতগতি সম্পন্ন ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।















