চুকনগর কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

0
94

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হাফিজ মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক এম রুহুল আমীন, অধ্যাপক নারগিস হুসাইন, শশাংক শেখর ঢালী, নিকুঞ্জ বিহারী মন্ডল, মোঃ মনিরুল হক, মঞ্জুর রশীদ, আবুল কালাম আজাদ, জাহিদুর রহমান, তৃপ্তি সরকার, দেবাশীষ রায়, শিক্ষার্থীর মধ্যে কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব হোসেন, ছাত্র শিবিরের সভাপতি মোঃ আহসানউল্লাহ, নবাগত শিক্ষার্থী অনন্যা সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here