কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী পালন

0
111

চুড়ামনকাটি ( যশোর) প্রতিনিধি : মঙ্গলবার যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলনের পিতা আব্দুল হাই তরফদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৌলতদিহি তরফদার পাড়া জামে মসজিদে বাদ আছর স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক নেতা মোস্তফা এনামুল বারী বাবলু, কৃষি বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম তরফদার, ইউনিয়ন বিএনপির যসদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ইউনিয়ন সেচ্চাসেবক দলের সভাপতি শিমুল হোসেন, সহ সভাপতি সহরব হোসেন , চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, যুবনেতা আবু মুসা, জামাল তরফদার, ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাদের প্রমূখ।
দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাফেজ মাওলানা আব্দুল জব্বর।
উল্লেখ্য ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর তিনি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।
মরহুম আব্দুল হাই তরফদার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এলাকায় তিনি সকলের প্রিয় ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here