যশোরে রাতের আধারে কৃষকের বীজতলায় ভেজাল বীজ ছড়ানোর অভিযোগ

0
123

নিজস্ব প্রতিবেদক : যশোরে পূর্ব শত্রুতার জেরে ধানের জমি প্রস্তুতির সময় বীজ তলায় ৫১ ধানের বীজ বপনের পর সেখানে দুষ্কৃতিকারীরা একই বীজতলায় অন্য জাতের ধানের বীজ রাতের আঁধারে বপন করে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদরের ইছালী ইউনিয়নের কায়েতখালি গ্রামের একটি মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।ক্ষতিগ্রস্ত কৃষক কায়েতখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে, মোঃ শিহাব উদ্দীন (৪২), শিহাব জানান,
আমি ১০ বিঘা জমিতে ধান লাগানোর জন্য আমি ২৫ জুন তারিখ পাতো খোলা ঠিক করে ৫১ ধানের বিজ দেই। একপর্যায় আমি ধান রোপন করার পর দেখতে পাই যে কিছু ধানের বাইল বের হইছে। আর কিছু ধান কিছু দিন পর ধানের বাইল বের হবে। আমার ধারনা হচ্ছে অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারীরা। পূর্বসত্রুতার যেরে আমার ৫১ ধানের বিজ বপনের সময় অন্য ধানের বিজ ধান ছিটিয়ে দিয়াছে। যার ফলে আমার আনুমানিক ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় শিহাবুদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here