খাজুরা বাজারে এনআরবি ব্যাংকের উপশাখা উদ্বোধন

0
80

খাজুরা (যশোর) প্রতিনিধি : আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে যশোরের খাজুরা বাজারে নতুন উপশাখা চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। বুধবার বেলা ১২টায় কেন্দ্রীয় জামে মসজিদ রোডে আমিন প্লাজায় এ শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান তৌফিক এ চৌধুরী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক আজিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে এনআরবি ব্যাংকের জোনাল হেড ও যশোর শাখা ব্যবস্থাপক সৌমিত্র বিশ্বাস, খুলনা শাখার প্রধান রোস্তম আলী, আমিন প্লাজার সত্ত্বাধিকারী ও যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, পরিবার উন্নয়ন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম এবং চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা হাফিজুর রহমানসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন এনআরবি ব্যাংক যশোর শাখার কর্মকর্তা স্বরুপ কুমার রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here