কালিগঞ্জের পল্লীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

0
194

মনিরুজ্জামান জুলেট, উপকূলীয় প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও করুণ ঘটনা। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খাজুরতলা গ্রামে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে দুই বছরের নিষ্পাপ শিশু জান্নাতুল পারভীন।
নিহত জান্নাতুল পারভীন, জাহিদুল ইসলামের একমাত্র কন্যা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় জান্নাতুল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরিবারের সদস্য জেসমিন পারভীন শিশুটিকে পুকুরে ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। মা-বাবা ভেঙে পড়ে কান্নায় বুক ভাসান। জান্নাতুলের বাবা জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র সোনামণিকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত নসিব করেন।”শিশুটির দাদা শহীদ ইসলাম ভেঙে পড়া কণ্ঠে বলেন, “এত অল্প বয়সে আমাদের বুক থেকে এক টুকরো প্রাণ চলে গেল। এই বেদনা কোনোদিন ভুলবার নয়।”
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী আজিজুল ইসলাম জানান, “এমন নিষ্পাপ শিশুকে হারানো মেনে নেওয়া খুব কঠিন। এ শোক শুধু পরিবারের নয়, পুরো গ্রামের।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন,শিশুটির অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here