বিএনপি ক্ষমতায় গেলে ঝিকরগাছার সকল হত্যাকান্ডের বিচার করা হবে- শহীদ মজিবর মল্লিকের স্মরণসভায় বিএনপি নেতৃবৃন্দ

0
151

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ নাভারন ইউনিয়ন যুবদল নেতা শহীদ মুজিবর মল্লিকের ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে হত্যাকান্ডের শিকার ঝিকরগাছার সকল নেতৃবৃন্দের বিচার করা হবে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকার এদেশের বিএনপির জনপ্রিয় নেতাদের খুন-গুমের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। আওয়ামীলীগ প্রথমবার ক্ষমতায় আসলে ছাত্রনেতা ওলিয়ার রহমান, যুবদল নেতা মুজিবর মল্লিকে হত্যা করে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি শওকত আলী চেয়ারম্যান, বিএনপি নেতা শাহাদৎ হোসেন, আনারুল ইসলাম, যুবদল নেতা আব্দুল জব্বার, আলমগীর হোসেনকে নির্মম ভাবে হত্যা করা হয়। একই সাথে শত শত বিএনপির নেতাকর্মীদের নামে কথিত নাশকতামুলক মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় নাভারণ পুরাতন বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ মুজিবর মল্লিকের ২৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়া স্মরণসভায় উপরোক্ত কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। বক্তব্য রাখেন, শহীদ মুজিবর মল্লিকের বড়ভাই মশিয়ার রহমান মল্লিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, সাবেক ছাত্রনেতা আব্দুল ওহাব টিক্কা, রবিউল ইসলাম মিলন, মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা শিহাব আহমেদ নিরব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইনামুল হক, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জহুরুল আলম লিন্টু, আলহাজ্ব নরুজ্জামান কনক, হায়দার আলী, আমির হোসেন মেম্বার, সদস্য ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা সাজ্জাদুল আলম লিটন, যুবদল নেতা আব্দুস সালাম পলাশ, সাবেক ছাত্রনেতা হাসিব আশরাফ তাজ, হাসানুর রহমান রুবেল, আহম্মেদ হোসেন মিন্টু, বিল্লাল হোসেন রাজিবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here