নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোববার
সকালে যশোর কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ
আলোচনা সভার আয়োজন করা হয়।
আল্ধোসঢ়;চনা সভায় বক্তারা বলেন তথ্য আইন মেনে কোন
দপ্তরের তথ্য পেতে আবেদন করলে তথ্য দিতে হবে। যেসব
জায়গায় তথ্য অধিকার আইনে আবেদন করলে তথ্য না
দেয়, সেসব জায়গাগুলো চিহিৃত করতে হবে। সেই
সাথে সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে স্বপ্রণোদিত
হয়ে তথ্য আপলোড করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার-ক সার্কেল আহসান
হাবীব, জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করীম,
টিআইবির এরিয়া কো-অডিনেটর আব্দুল হালিম,
সহসভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার কনা,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি
আকরামুজ্জামান, সাংবাদিক তৌহিদ মনি প্রমুখ।















