মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় চলছে নিয়মিত নৌবাহিনীর টহল

0
205

মাসুদ রানা,মোংলা : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মোংলায় বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবে মোংলার ৩৪ টি পুজামন্ডপে বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌবাহিনী। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে শুরু হয় নিরাপত্তার টহল। মোংলা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, দত্তের মেঠ পঞ্চগ্রাম সর্বজনীন পূজা মন্দির সহ ৮টি মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে তাদের অবগত করা হয়। মন্দির এলাকাগুলোতে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় নৌবাহিনী।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে মোংলা উপজেলার মোংলা পৌরসভার ৩টি সহ ছয় ইউনিয়নের ৩৪টি মন্দিরে এবার অঞ্জলী দেবেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হবে বলে জানান মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here