সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ অক্টোবর

0
308

আগামি ১৯ অক্টোবর ২০২৫ সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫ এ সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী আগামি ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ও আপত্তি নিষ্পত্তি, ৫ অক্টোবর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ৭ অক্টোবর মনোনয়নপত্র জমা ও বাছাই, ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ অক্টোবর চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
আর ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল। এসময় সেখানে নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here