বেনাপোল থেকে এনামুল হকঃ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌ বাহিনীর সাথে বেনাপোল পৌরসভার চুক্তি সাক্ষরিত ও ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় বেনাপোল পৌরসভার মিটিংরুমে,পৌরসভার আয়োজনে RUTDP প্রকল্পের আওতায় ‘ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিেড বাংলাদেশ নৌ বাহিনীর সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জের সাথে বেনাপোল পৌরসভার চুক্তি সাক্ষরিত হয়েছে। একই সাথে কাজগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়।
যে কাজ গুলিতে চুক্তি সাক্ষরিত হয়,বেনাপোল পৌর ভবন- বাহাদুরপুর রোড, বড় আঁচড়া- দৌলতপুর রোড,বড় আঁচড়া – ছোট আঁচড়া লিংক রোড। ড্রেন নির্মান, স্ট্রিট লাইট স্থাপন কাজগুলো বাংলাদেশ নৌ বাহিনীর এই প্রতিষ্ঠানটি করবে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,বাংলাদেশ নেভির কমান্ডার খালিদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, বেনাপোল পোর্ট থানা জামাত ইসলামের আমির রেজাউল ইসলাম, বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশারফ করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।















