কাগজ সংবাদ : আগামী ২৫ অক্টোবর যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-
বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুটি প্যানেল
প্রকাশ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিষু-মিজান পরিষদ ও
রুস্তম-সবুজ পরিষদ পৃথক পৃথক প্যানেল ভিত্তিক মনোনয়ন পত্র সংগ্রহ
করেন। অন্যদিকে স্বতন্ত্র ভাবে বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন
অনেক প্রার্থী। শনিবার যশোর শহরের শহরের চাচড়া মোড় জেলা সড়ক
পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে সকাল ১১টা থেকে বিকেল
৪টা পর্যন্ত ১৭ পদে ৯৫টি মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রাথীরা।
নির্ধারিত ১৭টি পদের মধ্যে সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও রোস্তম
আলী, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ও শহিদুর রহমান সবুজের
প্রার্থীতা চুড়ান্ত । অন্যান্যে পদের প্রাথীর্তা চুড়ান্ত হয়নি। আগামী
৬অক্টোবর মনোনয়ন পত্র জমাদেওয়ার দিন। এদিন কে কোন পদে
প্রতিদ্বন্দিতা করছে তা চুড়ান্ত ভাবে জানা যাবে বলে জানিয়েছেন
দায়িত্বরত নির্বাচন পরিচালনা কমিটি। মনোনয়ন পত্র বিতরনের সময়
উপস্থিত ছিলেন যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-
বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন,
সদস্য অ্যাডভোকেট আনিচুর রহমান মুকুল, মোহাম্মদ সাহবিুদ্দিন ও
রেজাউল করিম।















