শয়তানের নিঃশ্বাসে’ বশীভূত হয়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার খোয়ালেন বৃদ্ধা

0
195

অভয়নগর (যশোর) প্রতিনিধি : রান্নার জন্য গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে কথিত ‘শয়তানের নিঃশ্বাসে’
বশীভূত হয়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার খোয়ালেন সুষমা মল্লিক (৬২) নামে এক
বৃদ্ধা নারী। রোববার দুপুরে যশোরের অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর
সংলগ্ন সড়কে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সুষমা মল্লিক উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকার মৃত সাধু
রঞ্জন মল্লিকের স্ত্রী। স্থানীয়ভাবে আলোচিত এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সুষমা মল্লিক বলেন, দুপুরে রান্না করার গ্যাস সিলিন্ডার শেষ হলে নতুন গ্যাস
কিনতে সরকারি পশু হাসপাতাল সংলগ্ন মার্কেটে যাচ্ছিলাম। পথিমধ্যে বোরকা
পরা দুই নারী কিছু কথা আছে বলে আমাকে হাসপাতালের পাশের একটি গলিতে
নিয়ে যায়। এরপর এক নারী নাকের সামনে কিছু ছিটিয়ে দিয়ে আমার গলায়
থাকা স্বর্ণের চেইন, হাতের বালা ও কানের দুল খুলে নিয়ে চলে যায়। কিছু সময় পর
জ্ঞান ফিরে এলে বিষয়টি বুঝতে পেওে বাড়ি ফিরে যাই। লুট হওয়া আড়াই ভরি
স্বর্ণালংকারের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভুক্তভোগীর মেয়ের জামাই নিউরোলজি বিশেষজ্ঞ ডা. সুরজিৎ হালদার বলেন, ডেভিলস
ব্রেথ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামক এক ধরনের রাসায়নিক ব্যবহার করে প্রতারকরা
আমার শাশুড়ির কাছ থেকে আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেছে। পরিবারের পক্ষ থেকে
বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন,
‘স্বর্ণালংকার লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here