বাঘারপাড়ায় ব্যবসায়ীদের সাথে অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
119

যশোর অফিস : বাঘারপাড়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর বাঘারপাড়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল মত ও পেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।
পৌর আমির মওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাই, আলিয়ার রহমান, মাওলানা আমানুল্লাহ, পৌর সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here