যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে পুটখালী সীমান্তের উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান (৩৭), পুটখালী উত্তরপাড়ার কাদের আলীর ছেলে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশিতে কোমরে লুকানো ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
আটক মনিরুজ্জামানকে স্বর্ণ পাচার আইনে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।















